কারণে কারণ খায়
মোঃ আব্দুল মজিদ এনডিসি
এখানে আকালিক বন্যার ন্যায় আচমকা কারণে কারণ খায়
আর এই কারণে সেই কারণ হয়, আবার অকারণে যান যায়
এখানে সেখানে। অথচ হাবে ভাবে কেতাদূরস্ত সবে;
আসলে সকলে রহস্যসত্তা-আরো মারাত্মক কিছু হবে
হয়তবা সাইনবোর্ডধারী। এখানে পিতার অধিকার-
সেতো ভূমিস্মাৎ কোন প্রজাতি-গবেষণা সমাচার
ছাড়া একেবারে শূন্য ভাবনায়
আর মাতৃত্ব সমাচার-সেতো দুর্ভেদ্য কুয়াসায়
রবিতাপ-খোঁজা নিতান্ত অসহায়
কেউ যেন। এখানে গাদা-গাদা রীতি-নীতি-প্রথা-আইন-কানুন,
আর তার যত ভেষজ গুণাগুণ
এমনকি হুকুম-কলা, সকলে এক অদৃশ্য সত্যকে খুঁজে
রীতিমত হয়রান-বিরান, একেবারে চক্ষু বুজে
যেন নিতান্ত এক আইনস্টাইন দশায়
অথচ, মাধ্যাকর্ষণ শক্তিকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে দিব্যি চলে যায়
পড়ন্ত আপেলটা ইথার পেরিয়ে
আর, সুফলা জমিনে হারামজাদা অকারণ চেঁচিয়ে চেঁচিয়ে
লাওয়ারিশ কারণকে বলে-এবার তুমি যাও
আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও
আর এই কারণে সেই কারণ হয়, আবার অকারণে যান যায়
এখানে সেখানে। অথচ হাবে ভাবে কেতাদূরস্ত সবে;
আসলে সকলে রহস্যসত্তা-আরো মারাত্মক কিছু হবে
হয়তবা সাইনবোর্ডধারী। এখানে পিতার অধিকার-
সেতো ভূমিস্মাৎ কোন প্রজাতি-গবেষণা সমাচার
ছাড়া একেবারে শূন্য ভাবনায়
আর মাতৃত্ব সমাচার-সেতো দুর্ভেদ্য কুয়াসায়
রবিতাপ-খোঁজা নিতান্ত অসহায়
কেউ যেন। এখানে গাদা-গাদা রীতি-নীতি-প্রথা-আইন-কানুন,
আর তার যত ভেষজ গুণাগুণ
এমনকি হুকুম-কলা, সকলে এক অদৃশ্য সত্যকে খুঁজে
রীতিমত হয়রান-বিরান, একেবারে চক্ষু বুজে
যেন নিতান্ত এক আইনস্টাইন দশায়
অথচ, মাধ্যাকর্ষণ শক্তিকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে দিব্যি চলে যায়
পড়ন্ত আপেলটা ইথার পেরিয়ে
আর, সুফলা জমিনে হারামজাদা অকারণ চেঁচিয়ে চেঁচিয়ে
লাওয়ারিশ কারণকে বলে-এবার তুমি যাও
আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন