মুখ আর মুখোশ যেন কবিতার লিরিক…
মুখ তো দেখা যায়, চেনা দুষ্কর
অদৃশ্য মুখোশ আরো গভীর এক তস্কর…
খোলসের আড়ালে যেমন সুদৃশ্য মোড়ককৃত
সত্তার বাহার…
জলরং খোলস, দেখার সাধ্যের বাইরে
ছিন্ন করাও দম্ভের অতীত!
বিচিত্র যাপনের এ রহস্য জমিনে
চারিদিকে খোলসের মেলা…..
এখানে রাত আর দিন খোলসে ঢাকা,
সম্পর্কের দেউড়িতে দানব খোলসের ছায়া….
জ্যোৎস্নার মত মোলায়েম কিংবা অব্যক্ত
কথারও খোলস আছে এখানে,
জলের মতো চলার,
ফুলের মতো চাওয়ারও বটে!

মন্তব্য করতে ক্লিক করুন