কবিতার বিগ-ব্যাং
মোঃ আব্দুল মজিদ এনডিসি
একটি রাতে যদি একটি কবিতার জন্ম হয়
সেটি কম গর্বের কথা নয়,
যার এক একটি বাক্য শব্দের বোমা ভরে
হাজার বছরের স্বৈরাচারের ব্যবচ্ছেদ করে
বড়বেশি উলঙ্গ ইঙ্গিতে
বড়বেশি সাহসী ভঙ্গিতে
যার এক একটি শব্দের ভিত্তিতে
এক একটি স্বাধিনতার গর্ভ-যন্ত্রণার মহাভার
এ আমার চেতনার, এ আমার ভালোবাসার
এক মহাজাগতিক বিগ-ব্যাং সমাচার;
যেন এক একটি কবিতার পরে
নতুন জন্ম হয় কবির এ জগৎ-সংসারে
ছেদ পড়ে যেন মহাজগৎ মহাকালে
নতুন মাত্রার হয় শুরু কবি ও কবিতার ভালে।
সেটি কম গর্বের কথা নয়,
যার এক একটি বাক্য শব্দের বোমা ভরে
হাজার বছরের স্বৈরাচারের ব্যবচ্ছেদ করে
বড়বেশি উলঙ্গ ইঙ্গিতে
বড়বেশি সাহসী ভঙ্গিতে
যার এক একটি শব্দের ভিত্তিতে
এক একটি স্বাধিনতার গর্ভ-যন্ত্রণার মহাভার
এ আমার চেতনার, এ আমার ভালোবাসার
এক মহাজাগতিক বিগ-ব্যাং সমাচার;
যেন এক একটি কবিতার পরে
নতুন জন্ম হয় কবির এ জগৎ-সংসারে
ছেদ পড়ে যেন মহাজগৎ মহাকালে
নতুন মাত্রার হয় শুরু কবি ও কবিতার ভালে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন