কবিতার দায়

মোঃ আব্দুল মজিদ এনডিসি

পৃথিবীটা দিনেদিনে যান্ত্রিক হয়ে যাচ্ছে বুঝি হায়
এক বিস্ময়কর নিদারুণ মাত্রায়
সাথে নিয়ে কোটি-কোটি যান্ত্রিক মানুষের মিছিল;
তারা সময়ের অধিক গতিশীল
কেবলই প্রাপ্তির পিছে ছোটা
আর দুর্বার-দুর্বিনীত হয়ে ওঠা,
কেবলই ফলাফল খোঁজা হিসেবের খাতায়-
তার একি দশা, হায়!
তবে সব মানুষই কি নিটল যান্ত্রিক!
রবেনা কি কোথাও কোন মানবিক
কিংবা মননের একান্ত দায়ভার?
-একি দশা তার!

জানি, তবু্ও একদিন কোন কোন মন
একেবারে শূন্য থেকে ব্যাঙের ছাতার মতন
হয়ে যাবে বড়ই কাব্যময় এক ছুটন্ত কবিতার দল
চারিদিকে দেখি আজ মানুষের গড়া সভ্যতার যাতাকল
কেবলই পিষ্ট করে মানুষের পদার্থ-জীবন
তবু্ও সুরের মাদকতা নিটল মোহন
তবু্ও রূপ ও রঙের মেশাল
এড়িয়ে যায়না কখনো যান্ত্রিক জীবনের ছল
 
ভেতরে ভেতরে তাই গড়ে ওঠে এক কলাবতী মনন
জানি অণুক্ষণ তার কাব্যিক বুনন
চারিদিকে আবির ছড়ায়, আবির ছড়ায়-
নইলে যে হায়!
প্রকৃতি ও মানুষ হয়ে যেত কেবলই এক বিরুদ্ধ-আদল
সবটুকু প্রাপ্তি হয়ে যেত নিষ্ফল
থেমে যেত সবটুকুন দেখা ও জানার কারণ,
যাকে আমরা মানুষেরা বলি- প্রিয়তম পার্থিব জীবন।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন