কবিতার শপথ
মোঃ আব্দুল মজিদ এনডিসি
গলিত ব্যাঙের মতন নষ্ট ভাগ্যের কাছে
আর কখনো চাব না কিছু, পাছে
কখনও হবে না আর ভিক্ষার হাত পাতা
দাসানুদাসের মতন নত করে এই কিংবদন্তী মাথা
এবার বিপ্লবী হবো নিও-আযাযিল
শকুন-চোখা বাঁকা-ঠোঁট গাংচিল
কিংবা চে’গুয়েভাবার মতন
বিপ্লবীর এক আপগ্রেড ভার্সন
অক্ষরের বারুদে বারুদে এবার
আমি ঝলসে দেব বারংবার
তাজা মাংসের রাহু তোমার
থমকে থামিয়ে দেব আগ্রাসী রথযাত্রার
যত আয়োজন
হে, ভাগ্যের ডিস্ক! গলিত ব্যাঙের মতন
কেবলই স্থবির,
এবার তোমার ছদ্মবেশী নষ্টামির
শেষ দেখে নেব। এ আমার পূর্ব পুরুষের
সে কিংবদন্তী রক্তের,
কিংবা বুকের জমাটবাধা আগুনের শপথ
এ আমার কবিতার বৈশাখি শপথ
(আজ থেকে শুরু হলো আমার পাতায় কবি ও কবিতার মাস)
আর কখনো চাব না কিছু, পাছে
কখনও হবে না আর ভিক্ষার হাত পাতা
দাসানুদাসের মতন নত করে এই কিংবদন্তী মাথা
এবার বিপ্লবী হবো নিও-আযাযিল
শকুন-চোখা বাঁকা-ঠোঁট গাংচিল
কিংবা চে’গুয়েভাবার মতন
বিপ্লবীর এক আপগ্রেড ভার্সন
অক্ষরের বারুদে বারুদে এবার
আমি ঝলসে দেব বারংবার
তাজা মাংসের রাহু তোমার
থমকে থামিয়ে দেব আগ্রাসী রথযাত্রার
যত আয়োজন
হে, ভাগ্যের ডিস্ক! গলিত ব্যাঙের মতন
কেবলই স্থবির,
এবার তোমার ছদ্মবেশী নষ্টামির
শেষ দেখে নেব। এ আমার পূর্ব পুরুষের
সে কিংবদন্তী রক্তের,
কিংবা বুকের জমাটবাধা আগুনের শপথ
এ আমার কবিতার বৈশাখি শপথ
(আজ থেকে শুরু হলো আমার পাতায় কবি ও কবিতার মাস)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন