কবিতা - কংস মামার দেশে মোঃ আব্দুল মজিদ এনডিসি বিদ্রোহী-দ্রোহের কবিতা, রূপক কবিতা রক্তমাখা তিনটি ছোরা দিনটি রাখে ধরে রাত্রি আসে ছয় বুলেটের পালকিখানি চড়ে! দিনও নেই, রাতও নেই- এমন কালের ঘরে রক্তমাখা ফুলশয্যায় কেমনে বাসর গড়ে? (সেপ্টেম্বর ২০১৩, ঢাকা) ♥ ০ পরে পড়বো ৬৮ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন