মানুষ যেন আজ কোনভাবেই নেই ‘হুশ’ এর আঙিনায়
হুশহারা হয়ে কেবলই শুঁড়িখানার অভিযাত্রায়
বহু মাত্রায় আজ শামিল সকলে
এক কিম্ভূত দানবত্বের সবটুকু আদলে
সে আজ নিজেকে বড় যত্নে রাঙিয়ে নিয়েছে
বিধাতার প্রতিনিধিত্বের সৌষ্ঠব বিসর্জন দিয়েছে
আজ একেবারে
সে আজ রীতিমত হায়ার কিনারে
বলা যায় চক্ষু আজ বড়ই লজ্জাহীন তার
হেরঞ্চি, ডাইলখোর কিংবা ইয়াবার
দুর্দান্ত সম্রাজ্ঞীর মতন
চিন্তা ও চেতনা, মন আর মনন
কেমনে শুদ্ধ হবে বলো তো
সোনার আসনে উপবিষ্ট বুদ্ধের মতো
আবার আচরণে তার
দিব্যি শালনিতার
জামদানী নান্ কিংবা নাইটেঙ্গেলের মতো যত্রতত্র!
-সেতো ভিখারিনীর দুর্লভ বাসনামাত্র
মানুষ যেন আজ কেবলই সংজ্ঞাহীনতার
দীঘল আবর্তে মূর্তমান উন্মাদ এক হিটলার
হোমো-স্যাপিয়েন্ট কে বলবে আর তারে
যখন সে আদিমতায় ফিরে যাওয়ার অশ্বমেধ-যজ্ঞ করে
প্রিয় মানুষেরই রক্তে-মাংসে কুৎসিত উল্লাসে, সুখে
কেবলই পতিত মানবতার ধর্ষিত বুকে
ধর্ষিত বুকে!
মন্তব্য করতে ক্লিক করুন