যে দেশের জনগণ বাকেরের ফাঁসির প্রতিবাদে
কেবলই মিছিল করে প্রকাশ্য রাজপথে
ছাইরঙা সাপপিঁপড়ার সারির মত ঠিক

সেই জনগণও বোঝে গণতন্ত্রের দিক-বিদিক!
বিশ্বাস করে নিতে হবে সবটুকু এমনই ছল,
শতভাগ অন্ধের দিনযাপনের মতই কেবল?

গণতন্ত্র কি তাহলে প্রেয়সীর লালাভ লিপিস্টিক?
নাকি আরো সস্তা অন্যকিছু, আসল অথবা ফেইক!
(ডিসেম্বর ১৯৯৩, নড়াইল।)

পরে পড়বো
৪৩
মন্তব্য করতে ক্লিক করুন