কবিতা - নষ্ট গোলাপ মোঃ আব্দুল মজিদ এনডিসি রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা তোমার দেখা আমার দেখা এক সে নষ্ট গোলাপ একা এই সমাজের ফুল হাজার সিসি রক্ত দিল দুচোখ ভরে কষ্ট নিল না পেল সে কুল তার বুকে আজ কীটের সাজা! ধ্বংসকারী নষ্ট রাজা! এও দেখা কি ভুল! ♥ ০ পরে পড়বো ২৪৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন