কবিতা - অস্বীকৃত সম্পর্ক

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

কবিতা যেন আমার এক পরকীয়া প্রেম;
গিন্নি তাকে দেখতে পারে না,
আর আমি তাকে কিছুতেই ছাড়তে পারি না
কবিতা ও আমি-
এমনই এক অস্বীকৃত সম্পর্ক যেন,
পরিণতি যার ‘অশ্বডিম্ব’;
জানি একদিন পথিক বলবে-
ঐ দেখ যায়, ‘ছেড়ে যাওয়া এক অকবি’

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন