কবিতা - পদ‍্য ও কবিতার কথোপকথন

মোঃ আব্দুল মজিদ এনডিসি

(কাউকে বা কোনকিছুকে ছোট করার জন‍্য এই কবিতাটি লেখা বা প্রকাশ করা হয়নি। ড. হুমায়ুন আজাদের ‘আধুনিক বাঙলা কবিতা’ নামক কম্পাইলেশনের দীর্ঘ ভূমিকা পড়ে কবিতাটি লিখতে উদ্বুদ্ধ হয়েছিলাম, সে অনেক বছর আগের কথা)

হঠাৎ একদিন, দৈবচয়নে বুঝি, এক আলো-আঁধারির প্রায় নির্জন পথে
হালের এক পদ‍্য ও কবিতার মুখোমুখি দেখা একসাথে….

পদ‍্যের বেশ আঁঠালো আবদারে কবিতা অনিচ্ছা সত্ত্বেও অতঃপর থামলো;
তারা এক বৃক্ষছায়ায় বসে জোড়া শালিকের মতো মন খুলে খোশগল্পে মেতে উঠলো-

পদ‍্য : আচ্ছা ভাই কবিতা, আজকাল পথিকেরা সব কেমন যেন গিয়েছে বদলে!
তারা আর আগের মতো উচ্ছল নেই! তোমার মন কি কিছু বলে?

কবিতা : বলি, তোমার কেন এমন মনে হলো, পদ‍্য ভাই?
তোমার কি আজ তবে মনমাথা ঠিক নাই?

পদ‍্য : আগের মতো কেউ আর লেগে থাকে না,
কেউ কেউ হাততালি দেয় বটে, তবে আমাতে মজে থাকে না
কেউ কেউ এক সেকেন্ড তাকিয়ে মুখ ভেটকিয়ে চলে যায়
কেউ কেউ দেখেও না দেখার ভান করে নিজেকে গুটিয়ে নেয়;
হয়তোবা আবডালে নাক শিটকায়!
ভাই কবিতা, তোমারও কি তাই মনে হয়?

কবিতা : আমার তো উল্টোটা মনে হয়;
তারা আরো বেশি মাতাল হয়ে আমাতে আরো বেশি মত্ত রয়
কেউ কেউ অনেকক্ষণ ধরে ফিরে ফিরে
আমাকে দেখে ধীরেধীরে;
রহস‍্যেভরা গভীর চোখে কী যেন খোঁজে আর খোঁজে
আবার কেউ কেউ ধ‍্যানমগ্ন বুদ্ধের মতো বোঝে….
মনে হয় সকলেই কবি হয়ে গেছে এই কবিতাতটে,
মগ্ন গবেষক বটে!
তাদের সুখসুখ অভিব্যক্তি দেখে আমারও বেশ সুখসুখ লাগে
এমন মজার সুখ কোনদিন পাইনিকো আগে!

পদ‍্য : তবে কি আমার প্রয়োজন শেষ? আমি আর নাই!
যদি হবে তাই, একই পথে কেন বিচরণ! এখনো কেন জন্মাই?

কবিতা : জন্ম তো হবেই, কত কিসিমের জনক আছে না! শেষ কেন হবে?
তুমি যেমনই ছিলে তেমনই রবে;
ধীরেধীরে, মননে ছোট যারা, তাদের মাঝে আটকে যাবে…

পদ‍্য : আমি জানি-আমিতো আমিই আছি!
একেবারে তোমার কাছাকাছি
তবে কেন এই দশা? কেন এই ধীরে ধীরে পতন?
হঠাৎ কী আমি হারালাম? কোন সে রতন?
কেন আমাকে অবাক করে দিয়ে পথিকের এই বদলে যাওয়া?

কবিতা : ১৮০ ডিগ্রী কোণে আজ বদলে গেছে সমাজ, সেই বদলের হাওয়া
লেগেছে তাবৎ পথিকের গায়ে…
তাই তাদের এখন স্মার্ট গবেষক কিংবা কবির পায়ে
হাঁটা-চলা, আর আমার মতো কথা বলা;
তারা চায় আজ কেবলই কবিতার হটডগ-ককটেল-কোলা
এটা যুগের ধরণ, তাই আজ তোমার ও আমার মাঝে এই ফারাকের ভেলা
ভাসে ঈর্ষার জলে। দুঃখ করো না, এখনো পদ‍্যের চেলা
সিঁটি দিয়ে যায় চার বেলা…

পদ‍্য : এ তো রীতিমতো অপমান! গ্লানির শেষ সীমা!
কী আর করার আছে, বলে যাও ভাই, কবিতা মধুরিমা

কবিতা : ধরে নাও এটাই তোমার ভবিতব‍্য…
আর চলতে থাকো, যেখানে তোমার গন্তব‍্য!

৩২
মন্তব্য করতে ক্লিক করুন