জীবন যতটা গভীর, ততোধিক গভীর জীবনবোধ!
অথচ ঝাল ও ঝোলের যুগলবন্দী জীবন
দিব্যি বয়ে চলে আটপৌরে সময়ের স্রোতে…
আসলে কি এতটুকুই জীবন?
জীবন কখনো কখনো হতে চায় ঠিক নদীর মতন-
ভরপুর কিছু এক,
যে নদী অবশেষে
একদিন নিঃশেষ হয় এক আগ্রাসী মরুতে এসে….
জীবন কি এতটুকুই অবিকল? এটাই তার অমোঘ নিয়তির ফল!
বর্ষার মোড়কে হুল্লোড় করে ধেয়ে আসে স্বপ্নরা
কৃষকের আঙিনায়;
উদোম কৃষক মেতে ওঠে কাদা ও জলে-
আত্মা মিশিয়ে করে এক বারমাসী স্বপ্নের চাষ…
সেই স্বপ্নও ঠিক পরিণতির আগে কখনও উবে যায় কর্পূরের মতন!
স্বপ্ন কি এতটাই ভঙ্গুর?
তাহলে, কোথায় স্বপ্ন! কোথায় জীবন!
কোথায়বা আমাদের স্বপ্নের জীবন অবিকল?
নাকি এসব কোন চাষ করা চক্রান্তের ফসল!
মন্তব্য করতে ক্লিক করুন