কবিতা - তুমি আসনি বলে

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

তুমি আসনি বলে আর রোদের ঘ্রাণে ধূমায়িত
কফির মতো সকালটি আসেনি ফিরে আমার
তন্দ্রালু দুচোখের পাতায়।

তুমি আসনি বলে-
আমাদের সেই ভবঘুরে যৌথ বিকেলগুলি
শাটডাউন লাইসেন্স নিয়ে ফিরিয়েছে মুখ
সে কোন অভিমানে!

তুমি আসনি বলে ….
ঝিলিমিলি সন্ধ্যাগুলি আর আসেনিকো
ফিরেফিরে জোনাকি পরশ বুলাতে দুচোখের তারায়

তুমি আসনি বলে – জীবন ও স্বপ্নের মাখামাখি বুনন
দশাহীন দশায় পড়ে আজ হারিয়েছে
যাপনের কাকলী-আস্তানা।
(১৮১১২৪, ঢাকা)

১৭৭
মন্তব্য করতে ক্লিক করুন