মল্লিকা সেনগুপ্ত

কবিতা - তেভাগার ডায়েরি

মল্লিকা সেনগুপ্ত

আমি বিলাসিনীদের কাপড়ে নক্সা তুলি, সামান্য জীবিকা

পোকা আলু আর আতপ দেয় হাত ভরে

ভাসুরের কাছাকাছি এলোচুলে থাকি না কখনও

খোঁপায় জড়িয়ে নেব লাল ফিতে, কাস্তের ফলক

ক্ষেতের ফসল তিন ভাগ হবে, দুই ভাগ গৃহমূষিকের

উনুনের চার পাশে বসে হাত গরম করছি।

দূরের চাষিকে শালপাতা মুড়ে খবর পাঠাও

আনো কেরোসিন, যদি দরকার হয় আগুন জ্বালাব

পরে পড়বো
৭৭
মন্তব্য করতে ক্লিক করুন