অনেক সময় মনের মানুষটিকে ভালোবাসলেও তা প্রকাশ করা হয় না, কারণ তা একতরফা হতে পারে অথবা অন্য কোনো সামাজিক বা ব্যক্তিগত কারণ থাকতে পারে ।তবে মনের লুকিয়ে থাকা অনুভূতি যত্ন করে রাখা একাকী ভালোবাসার আনন্দও একটু অন্যরকমের হয়।
ছোট লুকিয়ে দেখা দুচোখ ভরে রেলিং-এর ফাঁক দিয়ে, দেখতো আমায় চোখ পড়লে অন্য দিকে তাকাতো। স্কুল যাওয়া আমি এক-পা দু-পা এগিয়ে গিয়ে কাছে যেতে গেছি। সে দেখেই ভয় অন্যদিকে চলে যেতো। আমি ওকে বুঝতে দিতাম না যে আমি ওকে ভালোবাসি। সে সময় ভালোবাসার একটা লুকোচুরি খেলা ছিলো যেনো।
কে প্রথম কাছে আসবে সেটা নিয়ে লড়াই চলতে চলতে কাছে আসাই হলো না। তবে মিলন ঘটেলে সেসব প্রেমের প্রকাশ পায় না। মনের কোণে লুকিয়ে রেখে একলা ভালোবাসার আনন্দ,ভিন্ন সে স্বাদ, অন্যরকম সে অনুভূতির মধ্যে একটা আনদ ছিলো। গোপনে সে প্রেম রয়ে গেছে মনে, ভোলা তাকে যায়নি।
জানেন সঙ্গীতার জন্য আমি, প্রথম কবিতা লিখেছিলাম। প্রথম প্রেমের সেই অনুভব বলার জন্য যদিও কোনো ভাষা থাকে না। সেটা ও ও পড়েও ছিলো। তবে গোপন ভালবাসাই সর্বনাশা”। সারা জীবন কষ্ট দিয়ে গেলো। সে প্রেমে প্রাপ্তি হয়নি কিছুই অথচ বিচ্ছেদের হয় নি।
সাববলী একটা সম্পর্ক রয়ে গেছে তার সাথে। পাড়ায় নাটক করার সময় তার সাথে পরিচয়।অনেক গভীর হয়েছিল ওর আমার সম্পর্ক।অথচ সেই ভালোবাসার কথা আজও তো হয়নি বলা।
আমদের কোন প্রেমের হাতটি ধরে হয়নি পথ চলা।
তবে পথ চলেছি অনেক। মনে পরে যায় সেই বৃষ্টির দিনে র কথা। আমাদের দুই জনের কাছে ছাতা ছিলো। আমি আমার এক বন্ধুর দিদির কাছে ওকে গান শিখতে নিয়ে গিয়ে ছিলাম। ওখানে গিয়ে আমি একটা ভালো চাকরির খবর পেলাম। আমি ওকে বললাম” তুই আমার জন্য খুবই লাকি”। ও হাসলো।
তারপর ও হঠাৎ পাগলামো শুরু করলো। রাস্তায় ছাতা ফেলে বৃষ্টি ভিজতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম “কেন পাগলামি করছিস। ”
ও বলল ” আজ আমি খুব খুশি। ”
আমি জোর করে ওকে নিয়ে এলাম গাছের তলায়। ওর ঐ প্রথম হাত ধরা। ওর যৌবনের ফুটে উঠে ছিল ওর পোশাক ভিতর দিয়ে।গাছের তলায় দাঁড়িয়ে আমি ওর দিক তাকাতে ও হয়তো বুঝতে পেরেছিলো আমি ওর কি দেখে চোখ সরিয়ে নিলাম। ও হাসলো।
তার পর ওর দিকে এগিয়ে যেতে ওর চোখ বন্ধ করে নিলো ও। ওর ভিজে ঠোঁট কাপতে থাকলো। না আমি কিছু করি নি। ওর গায়ে আমার জামা দিয়ে দিলাম। ও আমার হাতটা চেপে ধরলো। চোখ খুলে একবার সরাসরি চোখ চোখ রাখলো। ঐ মুহুর্তে কত কথা বলে গেলো জানি না ওর চোখ দুটো।
আমরা কোনদিন প্রেম করি নি। তবুও মনেতে রয়ে গেছে আজও গোপন প্রেমের রেশ। আড়াল হতে দেখতে তাকে আজও লাগে বেশ।প্রকাশ করলে হয়তো সে আমার হয়তো আমার হতো। কিন্তু অনেক স্বপ্ন ভেঙে হত চুরমার হয়ে যেতো । তাই আমার বুকেই থাকুক সে প্রেম গোপনে। কারর জানার নেই দরকার।
ভালো মানুষের মুখোশ পড়ে বন্ধু হয়ে থেকে গেলাম চিরকাল ।অন্যরকম সে সুখ। তাকে আমি অনেক কাছে পেয়েছি। সফলতা বিফলতার সব গল্প আমি তাকে বলতাম। সেও শুনতো। অথচ পূর্ণ পাওয়া হলো না তাকে কোনদিন। যদিও পূর্ণতা পায় যে প্রেম সে তো ভেঙে যায় আগছাল ভাবে, কারণ মানুষ টাকে ভালো রাখার স্বপ্ন দেখি আমরা সাবাই কিন্তু ভালো রাখতে পরি কি??
গোপন প্রেমেরা আশকারা পায়, থাকে যায় অনুভবে।হারিয়ে ফেলার ভয় থাকে না কখনো ।
ক্লান্ত দিনের শেষে তার স্বপ্নেই বিভোর হই।
কখনো চাইনি আমার মনের খবর তাকে বলতে। তবে সে সব বুঝতো। তবে তার হয়েই বেঁচে আছি, সেই আমার প্রেরণা,প্রত্যাশা নেই কোন তার থেকে, তার ভালো-থাকাই আমার বাসনা।তাই হয়তো গোপন করেছিলাম আমার মনে র কথা সেই দিন।
আমি চাকরি পেলাম, কিন্তু আমার ঘর বাড়ি করা আগেই ওর জন্য একটা পাত্রের খবর এলো। যদিও ঘট কালিটা করতে হলো আমাকেই। ওর বিয়ে অনুষ্ঠান সব দায়িত্ব আমার কাধেই এলো। বিয়ে টা ভালো ভাবেই মিটে ছিলো। সবাই আমার প্রশংসা পঞ্চ মুখ। আমি ওর রেলিং ফাঁক দিয়ে আমার বারান্দা দেখছিলাম। হঠাৎ দরজা বন্ধের শব্দ। কনে বৌ সাজে ও আমাকে জরিয়ে ধরলো। বললো “আমি তোমাকে ভীষণ ঘৃণা করি ”
আমি ওর আলিঙ্গন থেকে মুক্ত করে। ওর কপালে চুমু খেয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলাম। ছিটকানি খোলা সাথে সাথে গোপন থেকে গেলো আমাদের গোপন প্রেমের গল্প।,,,
মন্তব্য করতে ক্লিক করুন