প্রাক্তনকে চিঠী

মানব মন্ডল মানব মন্ডল

ভুলে গেছো নিশ্চিত তুমি আমার ঠিকানা
আমার পৃথিবীটাও আজ তোমার অচেনা।সম্পর্কে মৃত্যুর পর
তুমি ভুলে গেলে
আমায় সময়ে নরম নিয়মে।
আমি আজ বাতিলের দলে।
তবু এ মন পালকে মত ছিন্ন হয়ে এখনো আছে উদাসীন ভবঘুরে ।
ঘন দীর্ঘশ্বাস যন্ত্রণা ঘুরে বেড়ায় আমার ব্যস্ত শহরে ।
অন্ধকার নামে, কষ্টরা ডানা ঝাপটায় মনের খাঁচায়।
প্রকান্ড অন্ধকার মুড়ে ফেলেছে কে জেনো আমার পৃথিবী।
নদী কাছে বিচ্ছেদে গল্প শোনে চুপ করে ঐ সমুদ্র আকাশ।
একটা দীর্ঘশ্বাস বলে যায়,
শীতল জলের শান্তি নেই,
তবু তো সে বয়ে যায়।
আমি তাই চুপচাপ এক পসলা স্মৃতিতে ভিজে বসে আছি শীতল মৃত্যুর অপেক্ষায়।
তবু মন একটি বার জানতে চায়।
ও গো প্রাক্তন আমার মতো কেউ কি ভালো বাসতে পেরেছে তোমায়??
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন