কবিতা - তোমায় চায় মানব মন্ডল অন্যান্য কবিতা বসন্তের নরম বাতাসে, আজ যেনো ভেসে আসে তোমার গন্ধ, চিকচিক করে হেসে ওঠা বিলের জলে, জেনো তোমার চলার ছন্দ। পূর্নিমা জোসনার খোঁপায় জ্বল জ্বল করছে তারা । মন চাইছে তোমায় এ সমুদ্র শুন্যতা নিয়ে হৃদয় দিশাহারা। ♥ ০ পরে পড়বো ২৭০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন