মানস মন্ডল

কবিতা - আমি খুনি

লেখক: মানস মন্ডল

প্যারাফিন হতে জমে যাক আমার মৃত চামড়া,
ফরমালিনে ডুবিয়ে রাখা হোক আমার শেষ দেহাবশেষ,
চোখ দুটো খুবলে বের করে নেওয়া হোক,
বাকিটা না হয় অবহেলিত ট্রেচারে লটিয়ে থাক।

হিস্টোর ল্যাব জুড়ে কেবল আমার মস্তিষ্কের কাটাছেঁড়া,
পোস্টমর্টেম হতে ছিন্নভিন্ন হোক আমার দেহ ,
কি করে হলাম মৃত তার পরীক্ষা চলুক,
শেষে ঘোষণা হোক আমি নিজেই নিজের খুনি।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৬০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. এটা আমার ভীষন ভালো লাগলো!

    1. ধন্যবাদ 🙏

মন্তব্য করতে এখানে ক্লিক করুন