বিপ্লব চাই, বাংলার বুকে বিপ্লব চাই,
যত কষ্ট, যত অত্যাচারের শাস্তি চাই,
ভেঙে ফেল লোহার ব্যারিকেড তরুণেরা,
শঙ্খ বেজেছে ওই দূরে এবার আই তোরা।।
বিপ্লব যতই কর্মের হোক আসল তো বেঁচে থাকা,
ভাত না জুটলে সইবো কেমনে এই সংসার জ্বালা,
দায়িত্বের ভার পড়েছে যখন কাঁধে সবার,
বিনা রক্তে বিপ্লব না হয় হোক এবার।।
কর্মচায় কর্মচায় বলে ভিড় করে রাস্তায় যারা,
বর্তমানে শিক্ষিত বেকার নামে পরিচিত তারা ,
বছরের পর বছর গেছে রাজার ছেলে রাজা হয়েছে,
সামান্য কিছু অর্থের আগে সব কেমন পাল্টি খেয়েছে।।।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন