মানস মন্ডল

কবিতা - হেমন্ত

লেখক: মানস মন্ডল

হেমন্তের বনে ফুটে উঠেছে শীতার্থ জোৎস্নার আলো,
পলাশ মেহগনির ছায়াই অন্ধকার গাঢ় হয়েছে বড়ো
শীতল সমিরনের শিহরন চিরে যায় দেহ মন,
পথ হারা পথিক যেনো খুজে বেড়াই তারে চিরন্তন।

প্রশ্ন নেই সমাধান নেই আছে কেবল যন্ত্রনা,
চিৎকার নেই বিদ্রোহ নেই, নেই কোনো সমালোচনা
পাহাড়ের কোলে বইয়ে যায় যে স্রোত সে যে বড়ই নির্জন,
ভোরের শুরুতেই চিৎকার ওঠে জেগে ওঠে সবুজের বন।

হেমন্তের বুক চিরলে জানবে তারও আছে কিছু বেদনা জমে,
প্রকাশ করেনি সে অন্তর চাপা পড়ে আছে যুগান্তরে
বেচেঁ থাকার লড়াইয়ে সে অবতীর্ণ হয়েছে প্রতিবার
হেরে যাওয়ার পরেও চিৎকার করেছে সে বেঁচে থাকার ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন