প্রতিনিয়ত খুন হচ্ছে,
বাতাসে বইছে মৃতের গন্ধ,
চারিপাশে রক্ত প্লাবিত দেহদের আর্তনাদ,
আমি অচিরে হয়েছি প্রয়াত।
সর্বক্ষণ অশ্রু মিশ্রিত ক্রন্দন স্বর,
মনকে করছে বিব্রত,
মহামারীর দেশে হয়েছি আমি নিখোঁজ,
ধ্বংসের সামনে কবিরা হয়েছে নত।
শহরের পথে ভিখারিরা প্রাণ দিচ্ছে প্রতিবার,
তা কি খোঁজ রেখেছে এই যান্ত্রিক যুগ?
প্রশ্নের পর প্রশ্ন উত্তর নেই,
মহামারীর দেশে সবাই হবে মৃত,
অভয়ে উঠেছে চিৎকার।।
সর্বক্ষণ দাউদাউ করে জ্বলছে চিতা,
পুড়ছে মানুষ আর জাগছে অমানবিকতা,
মানুষ মানুষকে করছে খুন প্রতিপদে,
তাই তো তারা হারাচ্ছে নিজ স্বাধীনতা।।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন