মানস মন্ডল

কবিতা - মানিব্যাগ

লেখক: মানস মন্ডল

নির্লজ্জ শহরটা হার মেনেছে দুর্ভিক্ষের কোপে,
বেকার যুবক রাস্তায় হাটে খালি মানিব্যাগ পকেটে,
এর চেয়ে বেশি দুঃখ বোধহয় আর কারোর নেই,
চাইলেও কিছু করার সুযোগটা এখন নেই।

শিক্ষিত বেকারের ভিড়ে আমিও একটা মানুষ
বিড়বিড় করে হেঁটে চলি,থাকে না কোন হুশ,
বেহায়া মনের দাবি মেটাতে সত্যিই আজ ক্লান্ত,
দিনের শেষে নিঃসঙ্গতা করে তুলেছে বড্ড শান্ত।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন