মানস মন্ডল

কবিতা - প্রিয়তমা

লেখক: মানস মন্ডল

আমার সাথে বুড়ো হবে প্রিয়তমা
নতুন করে ছন্দ দিয়ে ঘর সাজাবো
লাল রঙের শাড়িটা পরতে ভুলনা আবার
ওটাই তোমায় বেশ মানায় কিন্তু।

মুচকি হেসে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেলে তুমি
বৃদ্ধ হয়েছ বলে লজ্জা লাগছে নাকি
প্রথম দেখা প্রথম আলাপ প্রথম গল্প মনে আছে
মিলন হওয়ার আগের কথা মনে আছে তোমার।

স্মার্টফোনের দুনিয়ায় চিঠি লেখা হয়তো হয়ে উঠেনি
হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্ট গুলো এখনো খুলি
নতুন করে তোমার সাথে বন্ধু পাতাতে ইচ্ছে করে
আমার স্ট্যাটাস তোমায় নিয়ে জানা সত্ত্বেও চুপ হয়ে কেনো থাকতে।

সবকিছু আজ নিয়ম করে পাল্টে গেছে প্রিয়
শব্দগুলো গুরুত্ব হারিয়েছে ,স্মৃতির খাতায় জমেছে ধুলো
দাড়িতে পাক দিয়েছে আজ
তুমিও তো বেশ বৃদ্ধ হয়েছো।

আমার সাথে বুড়ো হবে প্রিয়তমা !

১০১
মন্তব্য করতে ক্লিক করুন