মানস মন্ডল

কবিতা - শেষ কিছু কথা

লেখক: মানস মন্ডল

শহরের সেই বিস্তৃত বাগানে তুমি ফুল হয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছো,
আহা একি দেখা যায় আমার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসে,
আমি নাকি মিথ্যাবাদী চরিত্রহীন বজ্জাত আরো কত কি,
তাবলে কি মানুষ নই মানুষ হিসেবে কি আমার কোন পরিচয় নেই?

তর্ক যুদ্ধে হয়ত পেরে উঠিনি গালাগালির মঞ্চে আমি নত,
বিমর্ষ নেত্রে যতদূর তাকিয়ে থাকার ক্ষমতা আমি চেয়ে আছি,
খবরের কাগজে নিজেকে খবর বানিয়ে নেওয়ার প্রতিযোগিতায়,
আমি আজও পিছনে পড়ে, স্থগিত শুধু সময়ের অপেক্ষায়।

কি অহংকারী তুমি রাগে জর্জরিত তোমার চোখ উষ্ণ কেশ,
বজ্রের মতো তোমার চিৎকার কত অভিমান সেসব মিথ্যে,
বছরগুলো এমনি কেটে গেল মুহূর্তগুলো আর তোমার মনে নেই,
বাহানা ছিল থেকে যাওয়ার সেসব আজ ডায়েরির পাতায় নিঃশেষ।

সম্পর্কের সব দোষ নাকি আমার এই বলে তুমি মুক্তি নিলে,
বিলাসিতায় কোন ত্রুটি রাখিনি তবুও আমি জঘন্য তাই না,
ঠাস করে চড়িয়ে দেওয়ার অনুভূতি তোমার কণ্ঠে প্রকাশিত,
ব্যবধান ছিল এক আকাশ সমান তাই সেটা হয়নি পূর্ণ।

দাগিয়ে দেওয়ার অভ্যেস টা আজও কি আছে তোমার চরিত্রে,
সত্যিই সেদিন জানা ছিল না কি মায়াবী তুমি এই মিথ্যে সম্পর্কে,
আমি লড়ে গেছি বাঁচিয়ে রাখার তাগিদে নতুন কিছুর শুরুতে,
আর তুমি কি অসম্ভব তোমার অভিনয় যা কখনোই চিনতে পারিনি তোমারে ।।।

১৭১
মন্তব্য করতে ক্লিক করুন