আষাঢ়ের জমকালো মেঘ,
শ্রাবণের উত্তাল বৃষ্টিকে আহ্বান জানায়,
স্মৃতির দরজায় আওয়াজ ওঠে,
মনে পড়ে কাগজের নৌকোর কথা,
ছেলেবেলার স্মৃতিগুলো প্রকট হয়ে ওঠে,
ফুটে ওঠে বিষণ্ন মনে এই অন্ধকারে,
চুপি চুপি বৃষ্টিতে ভেজা,
জানালার সামনে বৃষ্টিকে কাছ থেকে দেখা,
হ্যাঁ সর্বত্রই আজ প্রাক্তন,
ব্যস্ত শহরে কারো আর গ্রামে ফেরা হলো না।

৯৮
মন্তব্য করতে ক্লিক করুন