ব্যথাদের নির্মম অত্যাচারে আবদ্ধ হয়েছে মুহূর্তরা,
ক্লান্তির বিরাম নেই সময়ের সাথে সেও আবর্তিত,
ধ্বংসের সান্নিধ্যে এসেও স্রষ্টাকে আমি ভুলে যাইনি,
ব্যর্থতাকে প্রশ্রয় দিতে দিতে আজ আমি হতাশ।।
লোভী মানসিকতা ঠাঁই পেয়েছে জলসাঘরে,
উত্তরীয় জলবায়ু নির্মম অত্যাচারে স্তম্ভিত,
উষ্ণ মেঘ খামোখায় প্রশ্ন তুলেছে আফসোসের,
বিষন্ন হাওয়ায় হয়তো বা উড়ে গেছে শেষ চিঠিটা।।
মন্তব্য করতে ক্লিক করুন