অত্যাচারিত সাথী আর ভাই,‌ মা আর বোন

তাদের মাংস বলিতে চড়ায় কী পার্বণ

আমরা কি তাকে চিনি না ? না না না চিনি তো ঠিক

দুর্বৃত্তকে পেরেছি চিনতে বাস্তবিক

জেনেছি তাদের সীমানাবিহীন দুর্নীতি

তাই তো জেগেছে রক্তনদিতে ঘূর্নিটি

তাই প্রতিবাদে এই পথে নামা সদলবল

তারপর কী ? তারপর কী রে ? বল রে বল

কে তোকে বলল তার বিরুদ্ধে রুখে দাঁড়া ?

তোদের ওপরে ফের নিপীড়ন, ফের খাঁড়া

সন্দেশখালি তবু ঘরে বসে থাকছে না

সন্দেশখালি ক্ষোভকে লুকিয়ে রাখছে না

সন্দেশখালি পাল্টা দিচ্ছে, দ্যাখ শাসক

এবারের মতো মিটবে মানুষ মারার শখ

পাল্টা দিচ্ছে সন্দেশখালি, মা আর বোন

আর নয় তার কান্না, নয় তো ঘরের কোণ

আজকে তাদের সঙ্গে মানুষ হাঁটছে পথ

সঙ্গে রয়েছি সঙ্গে রয়েছি এই শপথ

সন্দেশখালি সন্দেশখালি লড়ছে খুব

রাত্রির পর লাল রঙে ঠিক রাঙবে পুব

সন্দেশখালি জিতবে রাখছি এ বিশ্বাস

জেনে রেখো তার সংগ্রামটির এ ইতিহাস

জেনে রাখি তার সংগ্রামটির এ ইতিহাস।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন