‘Everywhere I go, I find a poet has been there before me.’
–Sigmund Freud
আমারে ছাড়া জুতা কোথাও যেত না।
একবার চলে গিয়েছিল—’ফেরে না, ফেরে না’য়
বেখোঁজসংবাদ দিয়ে-নিয়ে আলোর গর্তে তার অবস্থান
জেনে অজস্র উপায়ের একটায় অন্ধকারে ওঠাতে পেরে
দেখলাম, শিশু হয়ে গেছে–দুধ খেতে চাইছে আর
কাঁদতে-কাঁদতে বলছে, ‘স্বাধীনতা আমারে সবচেয়ে
কাছের “নো ম্যানস ল্যান্ড” দেখাইব কইয়া হাতে পইরা
নিয়া আইছিলো।’
মন্তব্য করতে এখানে ক্লিক করুন