মোঃ শামছুউদ্দিন হাওলাদার

কবিতা - মিমের মনের ভাবনা

লেখক: মোঃ শামছুউদ্দিন হাওলাদার

প্রজাপ্রতি বেসে ফুলে ফুলে রবে,
দিবসের পর দিবস বাগানে গুরতে সাধ।
ফুল বাগানে ফুলের রানি হতে চায়,
মীমের মনে অনেক অবিপ্রায় জাগে।

ফুলের মধু খাঠি,
বাসনা দেখি।
মনোজগৎ দেশে গুরতে সাধ,
প্রজাপ্রতির মতো ড়ানা মেলে।
ফুল বাগানে ফুলে ফুলে রবে!
ফুল বাগানে নিশিতে,
ফুলের অবিপ্রায় গড়ে।
মনের আলয় থাকব না,
ফুলের দেশে ফুলে রবে।

মীমের মালা গলায় দিয়ে,
ফুলের দেশে গুরতে যাওব।
প্রজাপ্রতির বেসে উড়ে যাওব!
ফুল বাগানের তালাশের।

আমার চির বিদায় ফুল বাগানে,
ফুলের সোভাসের সাথে গঠে।
বনিতার প্রজাপ্রতির বেসে হলে,
ফুলের সোভাস অামার গায়ে।

আমার মনোজগৎ
আলয় থাকতে চায় না।
দৃষ্টিসন্দন পৃথিবী
অনেক কিছু দেখার ছিল।
আলয় বসে থাকতে
মীমের ইচ্ছা হয়না।
ফুল বাগানে চির
বিদায় যেন ফুলের সাথে হয়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন