মহ:মহসিন হাবিব

কবিতা - বিবেকানন্দ সবার

লেখক: মহ:মহসিন হাবিব

স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমার নিবেদন

বিবেকানন্দ সবার
মহ:মহসিন হাবিব

বাসের ভিতরে অগণিত জীব
যাদের জামাগুলি,
অবহেলিতের ময়লা মাখা,অস্পৃশ্য ধুলা বালি
আর নিপীড়িতের পাঁক মাখা।

এক দোর্দণ্ডপ্রতাপ যুবক উঠল বাসে
মাথায় বাঁধা পাগড়ি,তবে শিখদের মত না,
গায়ে ফকিরের আলখাল্লা,পুরো সন্ন্যাসীদের মত

তাঁর মহা – ভারতের নাড়ি নক্ষত্র জানা
তাঁর হাত দুটি তাজা সবুজ গাছের ডাল
এক হাতে দর্শনের বই অন্য হাতে শাস্ত্র

তার বুকে যদি কানপাতা হয়
শুনতে পাই বাসের যাত্রীদের প্রতিধ্বনি…

যাবে সে সুদূর দেশে,
আলোকবর্ষের মত দূরে হয়তো নয়।

শিরদাঁড়া হীন যুবকদের বলে–

ওঠো!জাগো!

এস ধর্ম শাস্ত্র বন্ধ করে ফুটবল খেলি।

সে চিৎকার করে বলে, শোন সকলে

আমি সবার – আমি সবার–

কেউ কেউ আমাকে তাদের বলে দাবি করে।

ওরা মূর্খের সাগরে বাস করে,
ওদের ঠাঁই ভারত সাগরের তীরে হতে পারেনা
ভারত সাগরের জলের মধ্যে শুধু সহিষ্ণুতার নিমক!

পরমহংসের আশীর্বাদ ওর মাথায়
সদা ফল্গু ধারার মত ঝরে পড়ে…

কুটির থেকে ফ্ল্যাট,
তার আদর্শ বাতি জ্বালাতে
পারলে পুড়বেনা
কোনো রাজার হাতি,হারাবেনা ফকিরের লাঠি।

যাত্রীরা পৌঁছে যাবে আনন্দভূমিতে
সেখানে সমান্তরাল গতিতে
চলবে অবিরাম বিবেক বানীর গান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন