গগনপানে চাহিয়া বলি
দুঃখই কি শুধু বৃষ্টি হয়ে ঝরে?
কালো মেঘেরা কি কেবল
হাহাকারের জল বুকে ভরে আনে ধীরে?

তুমি কি পারো না
সোনালি রোদে ঝরিয়ে দিতে
ফুলের গন্ধভেজা বৃষ্টি,
যেখানে প্রতিটি ফোঁটায় হাসির ঝংকার বাজে,
যেখানে বাতাসে ভেসে আসে
প্রথম প্রেমের কাঁপা চিঠির গন্ধ,
নতুন ভোরের পাখির গান?

আকাশ, বলো
তোমার ভাণ্ডারে কি সুখের বর্ষণ নেই?
না কি সুখ বৃষ্টি হলে
মানুষ তা চিনতে পারে না,
যেমন রোদে দাঁড়িয়ে কেউ আলো দেখে না,
শুধু ছায়ার খোঁজে ফেরে?

তবু আমি চাই
একদিন তুমি ঝরো
সাদা মেঘের গভীর গর্ভ থেকে
বিন্দু বিন্দু আনন্দ হয়ে
আমার জীবন ভিজিয়ে দাও এমনভাবে
যাতে আর কোনোদিন
গগনপানে চাহিয়া বলতে না হয়
“সুখ ঝরাতেও পারো না?”

– আতিকুর রহমান
১৩ আগস্ট, ২০২৫।

২৭
মন্তব্য করতে ক্লিক করুন