আমারে না হয় একটু কম ভালোবাসো,
কিন্তু ভালোবাসো এমনভাবে—
যেন আমার পর আর কাউকে ভালোবাসার সাহস না হয় তোমার।

আমারে একটু কম যত্ন কইরো, তাতে কিচ্ছু যায় আসে না,
কিন্তু আমার খোঁজটা রেখো…
যেন রাতের নিস্তব্ধতায়ও টের পাই,
তুমি আছো—আমার জন্যই আছো।

আমারে একটু কম সময় দিও,
কিন্তু প্লিজ, সারাজীবনটা থেকো পাশে…
যাইও না, এমন অজুহাতে যা ভালোবাসা বোঝে না।

আমারে ততটুকু দূরে রাখো,
যতটুকু দূর থেকেও তোমার উপস্থিতি টের পাই—
এর চেয়ে একটুও বেশি দূরে নিও না আমায়।

আমার সুখ, আমার আশা, আমার সবকিছুই
কম হইলেও মানায়,
শুধু তোমারে হারানোর কথা ভাবলেই বুকটা ফাঁকা লাগে।

আমি যা চাই, তা খুব সহজ—
তুমি আমার হও, কেবল আমার জন্যই হও।

আমার ভালোবাসা আমি কাউকে ভাগ দিতে পারি না,
তুমি আছো আমার ভেতর এমনভাবে,
যেন তোমাকে হারানো মানেই নিজেকে হারানো।
কম হোক, বেশি হোক,
তবু তুমি শুধু আমার…

পরে পড়বো
২৪
মন্তব্য করতে ক্লিক করুন