তোমার বাসার গলিতে গিয়েছিলাম,
চুপিচুপি, কারো চোখে না পড়েই
দেয়ালের ছায়া, ভাঙা ইটের
পথ দিয়ে তোমার নামেই ।

তোমার জানালার পাশে দাঁড়িয়ে
একটা নিশ্বাস ফেলেছিলাম নীরবে,
ভেবেছিলাম, তুমি হয়তো টের পাবে,
তোমার হৃদয় কাঁপবে হাল্কা কাঁপনে।

জানালার আড়ালে ছিলে তুমি,
অথচ কতটা কাছে ছিল স্বপ্নেরা,
আমি দেখেছি তোমায়, খুব সাদামাটা—
আমি দেখেছি তোমায়, খুব কাছে—
তুমি ছিলে দূরের এক শ্রাবণ সন্ধান।

একবারও চোখ তুলে চাওনি,
হয়তো ব্যস্ত ছিলে নিজের ভিড়ে,
আমি ফিরে এসেছি নিঃশব্দ পায়ে,
নিয়ে গেছি ভালোবাসা, নিজের ভেতরে।

– আতিকুর রহমান
৩০ জুন, ২০২৪।

২৬
মন্তব্য করতে ক্লিক করুন