যখন এসেছি তখন দারিদ্র্যে ভেঙে পড়েছিল শহরের সংবিধিবদ্ধ অনুলিপি, ভেঙে পড়েছিল পুরোনো
ও ক্ষয়িষ্ণু ইট-কাঠ-ছাদ। ধসে
গিয়েছিল
ডাকসাইটে ফ্ল্যাটগুলোর
বুকে ঘুমিয়ে
থাকা বাসনাবিদ্ধ শোকের দ্বৈত
সমাচার….
এখন কোথায় শহরের সেই রিপোর্টাররা? যারা
আমার আগমনে মিরপুর রোডে আমৃত্যু
অনশনে বসেছিল,
দ্বন্দ্বে মেতে ওঠা বিশ্বব্যাংকের
সেই অ্যাকাউন্ট্যান্টরা
আজ কোথায়?
যারা আমার আগমন স্থগিতের জন্য গণভবন
অভিমুখে ব্যানার হাতে যাত্রা
শুরু করেছিল….
তবুও আমি এসেছি! আমি এসেছি বলেই মৃতপ্রায়
রেসকোর্সে স্পন্দিত হতে শুরু করেছে
বৈধ জনসভার সহস্র গণমুখ, ক্ষণে
ক্ষণে একটি বেদখল ও
দুঃশাসিত সংবিধান
নিজেকে
ভাবতে শুরু করেছে শহরের
অবরোধমুক্ত প্রবেশদ্বার….
আমি এসেছি….
২৬/১১/২০২২ খ্রি.
মন্তব্য করতে ক্লিক করুন