দুঃস্বপ্নের খসড়া হয়ে বেঁচে থাকব জীবনের মিছিলে
এম মনজুরুল ইসলাম
যে কেউ এসে যেদিন আমাকে পুরুষ হতে
বলবে- সেদিন আমি পুরুষ না হয়ে
জ্যামিতিক থিউরির ভৌগোলিক
সমাধান হব, আফটার
সেভ লোশনের
মতো
মিশে যাব উপত্বকে, কারও পরিপাকতন্ত্রের হাইড্রোক্লোরিক
অ্যাসিড হয়ে শুনব সাংখ্যিক মধ্যস্বর,
উনপঞ্চাশটা দুঃস্বপ্নের খসড়া
বর্ণমালা হব, কিন্তু
পুরুষ হব না
কখনো....
অনুর্বর ভূমি হব, সন্ধ্যার ইন্ডিয়াগেট হব, জনাকীর্ণ
ফুটপাত হব। গিলাকরা কাবলি পাঞ্জাবি গায়ে সদ্য-ভূমিষ্ঠ
যুবকের মতো দাঁড়িয়ে থাকব বানিহাল
টানেলের জরায়ুমুখে। বিজ্ঞান
সম্মত একটি ফারসি
চুম্বনের জন্য
অপেক্ষা
করব...
যে কেউ এসে যেদিন আমাকে পুরুষ হতে
বলবে- সেদিন আমি বিলুপ্ত ডাইনোসর
হব! থুতু ছিটাব ওইসব মুখে-
যেসব মুখে রঙ ও তরল
তৃষ্ণার বিষাদ, যেসব
মুখে প্যাসিফিক
মিছিলের পরিসংখ্যানিক
অগুনিত দাগ....
অপদার্থ ও অপার্থিব হব, রুগণ কুকুর হব, সাপ ও বিষ
হব! আধুনিকীকরণ ছেড়ে হব ঊর্ধ্বমুখী
জনপণ্যের উপবৃত্তীয় পরিধি,
বিষয় ভিত্তিক অনুশীলনও
হব, পুরুষ হব
না তবু.....
১৩/০৮/২০২৩ খ্রি.
বলবে- সেদিন আমি পুরুষ না হয়ে
জ্যামিতিক থিউরির ভৌগোলিক
সমাধান হব, আফটার
সেভ লোশনের
মতো
মিশে যাব উপত্বকে, কারও পরিপাকতন্ত্রের হাইড্রোক্লোরিক
অ্যাসিড হয়ে শুনব সাংখ্যিক মধ্যস্বর,
উনপঞ্চাশটা দুঃস্বপ্নের খসড়া
বর্ণমালা হব, কিন্তু
পুরুষ হব না
কখনো....
অনুর্বর ভূমি হব, সন্ধ্যার ইন্ডিয়াগেট হব, জনাকীর্ণ
ফুটপাত হব। গিলাকরা কাবলি পাঞ্জাবি গায়ে সদ্য-ভূমিষ্ঠ
যুবকের মতো দাঁড়িয়ে থাকব বানিহাল
টানেলের জরায়ুমুখে। বিজ্ঞান
সম্মত একটি ফারসি
চুম্বনের জন্য
অপেক্ষা
করব...
যে কেউ এসে যেদিন আমাকে পুরুষ হতে
বলবে- সেদিন আমি বিলুপ্ত ডাইনোসর
হব! থুতু ছিটাব ওইসব মুখে-
যেসব মুখে রঙ ও তরল
তৃষ্ণার বিষাদ, যেসব
মুখে প্যাসিফিক
মিছিলের পরিসংখ্যানিক
অগুনিত দাগ....
অপদার্থ ও অপার্থিব হব, রুগণ কুকুর হব, সাপ ও বিষ
হব! আধুনিকীকরণ ছেড়ে হব ঊর্ধ্বমুখী
জনপণ্যের উপবৃত্তীয় পরিধি,
বিষয় ভিত্তিক অনুশীলনও
হব, পুরুষ হব
না তবু.....
১৩/০৮/২০২৩ খ্রি.
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন