এম মনজুরুল ইসলাম

কবিতা - একটি গার্হস্থ্য জীবনের সাধারণ সাতকাহন

এম মনজুরুল ইসলাম

আমি অন্য কারও মতো রাজস্ব-মুক্ত সিগারেটের স্বরবৃত্তে দাঁড়িয়ে নিজেকে তরজমা করিনি,
করি না! গ্রহ-নক্ষত্রের মতো কক্ষপথ
থেকে ছিটকে গিয়ে হয়ে উঠি
না অগ্নিময় উল্কাপিণ্ডের
উদ্বাস্তু লাভা….

এক আমিই কেবল বিপ্রতীপ হয়ে উঠি! বিপ্রতীপ হয়ে উঠি বলেই উচ্ছ্বসিত হয় আমার বুকের শততম
জ্যামিতিক বিষবৃক্ষ, দ্বিধাগ্রস্ত হয়ে
ছুঁয়ে ফেলি প্রিয়তমার শুষ্ক
দুটো হেমলক
ঠোঁট…..

যেতে যেতে যাওয়ার তফাত বুঝতে গিয়ে যখন
নিজেকে নৃশংস করতে চাই, তখন নির্দিষ্ট
বিন্দুতে ঘুরতে থাকা ইনডিপেনডেন্ট
কাকগুলো মৃতদের মতো
উড়তে থাকে পরীক্ষিত
রেখায়….

শতাব্দীর মুমূর্ষু রঙ দিয়ে লিখতে চাই আভিধানিক শব্দের বক্র-বৃত্তের ইতিহাস । নির্দ্বিধায় দ্রবীভূত
হয়ে পড়তে চাই গার্হস্থ্য জীবনের সাধারণ
সাতকাহন। সহস্র বছর আমি
শিহরিত হতে হতে,
হতে চাই
নির্লিপ্ত সন্ধ্যার অস্ট্রিক
শরীর…..

০৬/০৬/২০২৩ খ্রি.

১২৯
মন্তব্য করতে ক্লিক করুন