এভাবে কি হয়
মো: সাব্বির খান
বন্দী হলে বদ্ধ ঘরে
মত প্রকাশে বাধা;
কেউ শোনেনা এতিম আমি
রুদ্ধ আমার লেখা।
বিধি আছে নিয়ম আছে
আছে আইন শত;
তারপরেও যাবে না দেয়া
তুমি পাইবা কত!
শত ঘরে শত দরজা
ঢুকতে পারো যেথায়;
মহোদয়ের নিয়ম মাফিক
ঢুকছো না কেনো হেথায়।
ঢুকতে যাবে সেথায় দিয়া
কদম কদম মেনে;
তবুও তো যাবে না ঢোকা
বিধির বিধান জেনে।
শুনেছি নাকি বৃষ্টি হলে
সবাই পাইবে পানি;
নিচ থেকে উপর দিকে
সবার লাগবে জানি।
ভাইরে ভাইরে হায়রে হায়
সবই হলো ফাকা;
লাভের গুড় খেয়ে গেলো
চালের ভেতর পোঁকা।
আসুন ভাই আসুন সবাই
এভাবেও করি।
সবার কাছে পৌছে দিই
প্রাপ্য তাহার পানি।
ঘরে বসেই পাইবে পানি
টিনের চালা বেয়ে;
সেদিন হতে খুলবে দুয়ার
উন্নয়নের জোয়ারে।
মত প্রকাশে বাধা;
কেউ শোনেনা এতিম আমি
রুদ্ধ আমার লেখা।
বিধি আছে নিয়ম আছে
আছে আইন শত;
তারপরেও যাবে না দেয়া
তুমি পাইবা কত!
শত ঘরে শত দরজা
ঢুকতে পারো যেথায়;
মহোদয়ের নিয়ম মাফিক
ঢুকছো না কেনো হেথায়।
ঢুকতে যাবে সেথায় দিয়া
কদম কদম মেনে;
তবুও তো যাবে না ঢোকা
বিধির বিধান জেনে।
শুনেছি নাকি বৃষ্টি হলে
সবাই পাইবে পানি;
নিচ থেকে উপর দিকে
সবার লাগবে জানি।
ভাইরে ভাইরে হায়রে হায়
সবই হলো ফাকা;
লাভের গুড় খেয়ে গেলো
চালের ভেতর পোঁকা।
আসুন ভাই আসুন সবাই
এভাবেও করি।
সবার কাছে পৌছে দিই
প্রাপ্য তাহার পানি।
ঘরে বসেই পাইবে পানি
টিনের চালা বেয়ে;
সেদিন হতে খুলবে দুয়ার
উন্নয়নের জোয়ারে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন