কবিতা - প্রাধিকার

লেখক: মো: সাব্বির খান

যোগ্য পদে যদি যোগ্য না থাকে,
অযোগ্যতায় সে যায় ভরে।
প্রজ্ঞাকে যদি অবজ্ঞা করো,
ধূলির অন্ধকারে ধরা সড়।

চেতনা যদি হয় অবক্ষয়,
লালিত গরু সবে তার রয়।
অধিকার, অধিকার, অধিকার—
প্রাপ্যতা হারানোর অবিরাম ভয়।

বোঝানোর মতো নয় তো সে,
রক্ত হলে ক্ষয়, বুঝবে সে।
দুনিয়াটা হরেক রকম,
ছাত্ররা অমূল্য রতন।

মেধার পরিচয় হয় না কোটায়,
অজ্ঞতার এক দর্শন সমাজে ফলায়।
ভেঙে দাও, ভেঙে দাও, অজ্ঞতা—
রক্তে লেখা এই বাংলা।

শ্রদ্ধা, শ্রাদ্ধ সবই কর,
সাধারণ বলে বঞ্চিত কেন?
যোদ্ধা বলে হয় বড় বীর,
মৃতরা কেন নয় সে বীর?

তাদের সন্তানেরাও তো বীর—
বীর বাঙালি, অস্ত্র ধরো,
অযোগ্যদের দূর করো।

হতে পারে দুর্নীতিবাজ,
করতে পারে প্রশ্নফাঁস,
লুটে পুটে খেতে থাকবে—
সইবে না কখনো দামাল ছেলে।

সেবক হতে আমি চেয়েছি,
বাংলার জন্য প্রাণ দিয়েছি।
আমি সার্থক, আমি সার্থক,
আমি বাঙালি—এই মোর পরিচয়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন