মঈন মুরসালিন

কবিতা - জেগে উঠার গান

মঈন মুরসালিন

রাতের আঁধারের বুকে গতকাল কতোটা কষ্ট ছিলো দেখেনি কেউ
আঁধারের সামিয়ানা ভেদ করে পৃথিবীতে নেমে আসে সূর্যের তীব্র আলো
আমরা আড়মোড়া ভেঙে জেগে উঠি
পরম মমতায় আমাদের সমস্ত অঙ্গে ছুঁয়ে যায় কোমল বাতাস
সূর্যের আলো কিংবা কোমল বাতাস অকৃপণভাবে বিলিয়ে দেয় নিজেকে
কিন্তু আমরা কি কখনো এই প্রাপ্তির কথা ভেবেছি?

এই যে সূর্যের আলো
কোমল বাতাস
গোধূলির সৌন্দর্য
পাখির কুজন
নদীর কলতান
কিংবা বৃক্ষের কথা?
আমরা জেনে বুঝেও নৃশংসভাবে নষ্ট করে দিচ্ছি আমাদের পরিবেশ!

জন্ম যখন হয়েছে আমার এই শ্যামল বাংলায়-
তবে আমি কতোটুকু ভালোবেসেছি এই দেশ, ভাষা আর মানুষকে!

আমার উঠোনে বাংলা ছাড়া আর কোনো ভাষা নেই
আমার উঠোনে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নেই
আমার উঠোনে বাঙালি ছাড়া আর কোনো মানুষ নেই।

যখন আমাদের পূর্বসূরীগণ সিদ্ধান্তহীনতায় ভোগছিলেন
কোনটা দেশ, কোনটা ভাষা, কে আমার আপনজন?
তখন আমার সামনে এসে পড়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ড।

অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি এই বাংলাদেশ
অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি এই বাংলা ভাষা
তারপরও কি এই দেশ আমাদের নয়?

আমরা শুধু হিংসে করে যাচ্ছি জনে জনে- দলে দলে-
কেনো এই অন্ধ প্রতিযোগিতা?
একবারও ভেবে দেখছি না- অনেক তো পেলাম কী দিয়েছি এই দেশকে!

মাকড়শার জীবন কিংবা কলাগাছের জীবনকে পাঠ করতে শিখুন
নিজের জন্য নয়; শুধু অন্যকে বিলিয়ে দিতেই জীবন উৎসর্গ করছে-

জন্ম যখন হয়েছে আমার এই সোনার বাংলায়-
তবে আমি কতোটুকু ভালোবেসেছি এই দেশ, ভাষা আর মানুষকে!

আমার এই বুকে বাংলা ছাড়া আর কোনো ভাষা নেই
আমার এই বুকে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নেই
আমার এই বুকে বাঙালি ছাড়া আর কোনো মানুষ নেই।

পরে পড়বো
৩০৮
মন্তব্য করতে ক্লিক করুন