এই তুমি শপথ বাক্যের বর্ণে বর্ণে হাতে তুলে নিতে
এক মুষ্ঠি পবিত্র মাটি। নিজের অস্তিত্বের কতোটা
আপন ভেবে, বেছে নিতে এই ধুলো-কণা।
আধুনিকায়নের কালো রঙে বিবর্ণ স্বদেশ
শহর ছাড়িয়ে গ্রামে গ্রামে পৌঁছে গেছে পিচঢালা পথ
মাটি তার সতিত্ব হারিয়ে ধুলা হয়ে ঘুরে বেড়ায়
এঘর ওঘর।
মাটি শুঁকে খুঁজে পাই না অস্তিত্বের ঘ্রাণ
মমতামাখা সবুজাভ স্পর্শ তো সেই কবেই হারিয়েছি
আর এখন ডগ স্কোয়াডের মতো আমিও
ব্যস্ত নগরীর অলিগলিতেই পিচঢালা পথ থেকে
শুঁকে নিই সবুজিয়া ঘ্রাণ।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন