স্কুলে ঢুকে যখন
ছেলে মেয়েদের দেখি
প্রার্থনা করি
ঠাকুর যেন
ভক্তির পথে থাকি
যখন ওদের মুখোমুখি হয়
রাখি চোখেতে চোখ
প্রার্থনা করি ঠাকুর সকলের
জ্ঞানের উদয় হোক
তার পর যখন সারাদিন
কেটে যায় তাদের সাথে
ঠাকুর ওগো রেখো আমাদের
বৈরাগ্যের হাতে
আর কিছুই চাই নাগো
ওগো প্রাণ পুরুষ
মান যেন থাকে সদাই
কখনও না হারাই হুঁশ…

পরে পড়বো
৭০৮

প্রকাশিত মন্তব্য গুলো

  1. Darun lekha Sir

মন্তব্য করতে ক্লিক করুন