মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - আমি তো সেই

লেখক: মোল্লা মুস্তাফিজুর রহমান
ধরণ: ছড়া

আমি তো সেই, সেই
এ ধরাতে আসলেই
স্মৃতিতে স্মৃতিতে
পরম প্রীতিতে
শুধু লিখে যাই
(কিছু পাই না পাই)
আরো আরো ছড়া
ধরা পড়ে জীবন
চুপি চুপি এই মন
তার উঠা-পড়া
ভাঙা-গড়া

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন