মোল্লা মুস্তাফিজুর রহমান

গল্প - তোমাকে

লেখক: মোল্লা মুস্তাফিজুর রহমান
প্রকাশ - শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ ধরণ: ভালোবাসা

কি জাদু আছে তোমার সাজে? আমার বুক দুর দুর করে,তলপেট কুন কুন করে ।কাছে আসতে মন চাই।
তোমার শাড়ির ভাজে ভাজে রহস্য । যেমন একা রাতে যেমন গা ছম ছম করে,বড় বাড়িতে যেমন বুকটা ছ্যাত্ করে ওঠে,তোমার একলা ছবি আসতেই আমার তাই হয় ।তোমার শরীর মোহময়। চোখের চাওনি পাগল পারা ।আর তোমার শাড়ির আবেদনে বার বার সাড়া দি । আমার বুকে তোমায় নি ।একদিন চাঁদের আলো জানলা দিয়ে আসছিল বিছানার উপর। আমি ও তুমি ঘোরের মত আচ্ছন্ন। একে অপরকে আবিষ্কারের খেলায় মগ্ন। অনাবৃত। কারো পরণে নেয় একটুও পোষাক। সে খেলার অবাক করা আবেদন। আশ্চর্য আবেগ। চলতেই থাকল। সারারাত। তারপর কখন একে অন্যের উষ্ণতায় রাত পার। কখন সকাল হব হব । একে অপরের সারা শরীরে চুম্বন করছি পাগলের মত। কে যেন ডাকছে ।আবেশ কাটতে বুঝতে পারি রাতে তোমার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম।

১০৬
মন্তব্য করতে ক্লিক করুন