সারা রাত যখন মাগো
আমায় ভেবে তুমি জাগো
আমি হাঁটি আমি ছুটি
ভোরের বেলায় আমিই ফুটি
গাছে গাছে পাতায় পাতায়
তোমার আলোয় ঘুম ভাঙায়
তোমার আসন ঠাকুর সেবায়
আমার পাপড়ি প্রণাম পায়
সারা রাত ওমা জানো কি
তোমায় ভেবে আমি জাগি
সকাল থেকেই ভাবতে থাকি
কেমনে তোমার সেবায় লাগি
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২২৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
Khub sundor
আমার কবিতা পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ
Khub sundor Laglo
আমার কবিতা পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ