মামুন মাজিদ (মুন)

কবিতা - আমাকে ব্যবহার করুন

লেখক: মামুন মাজিদ (মুন)

আমাকে ব্যবহার করুন-
আমি একটা ডাস্টবিন, খোলা ডাস্টবিন।
আমাকে ব্যবহার করুন, ব্যবহার করুন
দূর থেকে বা কাছ থেকে
যখন-তখন,সারাক্ষণ, বেলায় অবেলায়,
ব্যবহার করতে পারেন স্বাদ ও সাধ্যমত।
যদি মনে হয় আমাকে ব্যবহার করবেন;
অগ্রিম জানিয়ে রাখুন, কেননা এখন আমি
ব্যবহার হচ্ছি,
ডাক পেলেই চলে আসব ব্যবহার হতে,
দিনে কিংবা রাতে,
যে কোনো সময় যে কোনো বয়সে।

ব্যবহার হতে-হতে বিলীন হয়ে যাব ভূগর্ভে
একদিন জৈবসার হব, ফলাতে পারেন,
আমার বুকের উপর ফলজ ও বনজ উদ্ভিদ,
আবার ইচ্ছেমত বাড়াতে পারেন
ফুলের সৌরভ,
ঘ্রাণে-ঘ্রাণে তখনও ব্যবহার হব
কারো প্রিয় আতর হব! আতর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন