জীবন
মুহম্মদ জাফর ইকবাল
দুইজন বাচ্চার ঝগড়া চলছে
ডাবলিউ লেখা আছে একজন বলছে।
এম লেখা, এম এটা অন্যজন বলল,
তারপর কী ভীষণ চেঁচামেচি চলল।
দুজনেই ঠিক তারা,যদি সেটা জানতো
ঝগড়া থামিয়ে তবে হয়ে যেত শান্ত।
উল্টো দিক থেকে দেখলেই জানবে-
জীবনটাও এরকম কবে তারা মানবে?
ডাবলিউ লেখা আছে একজন বলছে।
এম লেখা, এম এটা অন্যজন বলল,
তারপর কী ভীষণ চেঁচামেচি চলল।
দুজনেই ঠিক তারা,যদি সেটা জানতো
ঝগড়া থামিয়ে তবে হয়ে যেত শান্ত।
উল্টো দিক থেকে দেখলেই জানবে-
জীবনটাও এরকম কবে তারা মানবে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন