বৃষ্টিতে ভিজে এল
মুহম্মদ জাফর ইকবাল
ছাতা ছাড়া বের হয়েছে গেণ্ডারিয়ার মতি
হঠাৎ দেখি বৃষ্টি এল কী হবে তার গতি?
শার্ট ভিজল প্যান্ট ভিজল ভিজল জুতো জোড়া
মাথা ভিজল ঘাড় ভিজল ভিজল পায়ের গোড়া।
নাক ভিজল চোখ ভিজল ভিজল কানের লতি
বৃষ্টিতে আজ ধরা খেল গেণ্ডারিয়ায় মতি।
ভিজে হল চুপচুপে সে ভিজল সাড়া গা
সবকিছু ভিজলেও তার চুল ভিজল না!
হঠাৎ দেখি বৃষ্টি এল কী হবে তার গতি?
শার্ট ভিজল প্যান্ট ভিজল ভিজল জুতো জোড়া
মাথা ভিজল ঘাড় ভিজল ভিজল পায়ের গোড়া।
নাক ভিজল চোখ ভিজল ভিজল কানের লতি
বৃষ্টিতে আজ ধরা খেল গেণ্ডারিয়ায় মতি।
ভিজে হল চুপচুপে সে ভিজল সাড়া গা
সবকিছু ভিজলেও তার চুল ভিজল না!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন