সন্ত্রাসীদের প্রথম পাঠ

মুহম্মদ জাফর ইকবাল মুহম্মদ জাফর ইকবাল

অ অজ্ঞান পার্টি অজ্ঞান পার্টি আসছে ঐ
আ আগুন আগুন দেব আন বই।
ই ইভ টিজিং ইভ টিজিং ভারি মজা
ঈ ঈর্ষা ঈর্ষা করা কত সোজা।
উ উত্তম মধ্যম উত্তম মধ্যম খেতে চাও
ঊ ঊর্ধ্বশ্বাস ঊর্ধ্বশ্বাসে ছুটে যাও।
ঋ ঋণ খেলাপি ঋণ খেলাপি সবার সেরা
পুরো দেশ ছ্যাড়া ভ্যাড়া।
এ এসিড এসিড দিয়ে অত্যাচার
ঐ ঐশ্বর্য ঐশ্বর্যে অধিকার
ও ওত ওত পেটে মানুষ খুন
ঔ ঔদ্ধত্য ঔদ্ধত্য বড় গুণ
ক কিডন্যাপ কিডন্যাপে পয়সা আনে
খ খুন খুন করলেই সবাই মানে
গ গুলি গুলি করি দিনরাত
ঘ ঘুষি ঘুষি মেরে কুপোকাৎ
ঙ ঠ্যাঙ এক লাথিতে ভাঙব ঠ্যাঙ
বললে কথা মারব ল্যাঙ।
চ চোর চোরে চোরে মাসতুতো ভাই
ছ ছিনতাই সকাল বিকাল ছিনতাই
জ জেল জেলের ভাত খাওয়া চাই
ঝ ঝগড়া ঝগড়া করে শান্তি পাই
ঞ লাঞ্ছনা লাঞ্ছনাতে ফূর্তি হয়
দেখলে মোরে লাগবে ভয়।
ট টেরর টপ টেরর পেশা
ঠ ঠকানো লোক ঠকানো নেশা
ড ডাকাতি ডাকাতির ভক্ত
ঢ ঢিল ঢিল দিয়ে রক্ত।
ণ মরণ মরণ হবে আমার হাতে
আয় সবে আয় আমার সাথে।
ত তলোয়ার তলোয়ারে কচু কাটা
থ থাপ্পড় থাপ্পড়ে গাল ফাটা
দ দা দা দিয়ে দেব কোপ
ধ ধোলাই ধোলাই দিয়ে বংশ লোপ
ন নেশা নেশা করি শৈশবে
মানুষজন কই সবে?
প পিটিয়ে পিটিয়ে ফেলব লাশ
ফ ফাঁসি ফাঁসি হবে, সর্বনাশ।
ব বোমাবাজি বোমাবাজি চলবে আজ
ভ ভয় ভয় দেখিয়ে করব কাজ।
ম মদ মদ গাঁজার কারবার
সুখ শান্তি ছারখার।
য যৌতুক যৌতুক ছাড়া বিয়ে নয়
র রগ রগ কাটার হবে জয়।
ল লাশ লাশ ফেলব একশ দশ
ব ধ্বস সামনে পিছে নামবে ধ্বস।
শ শয়তানি শয়তানিতে সবার আগে
দেখলেই তো ভয় লাগে!
ষ ষড়যন্ত্র ষড়যন্ত্রে হাতে খড়ি
স সন্ত্রাসী সন্ত্রাসীদের দেশ গড়ি
হ হত্যা হত্যাকারীর মুক্তি চাই
ড় হাড় হাড় মাংস চিবিয়ে খাই।
ঢ় মাঢ়ি মাঢ়ি দাঁত কিড়মিড়
সারা শরীর চিড়বিড়।
য় ভয়ানক কী ভয়ানক দিলাম মার
ৎ চিৎকার হই চই চিৎকার
ং আতংক আতংকে তো উল্লাস
ঃ দুঃখ দুঃখ পাবি গলায় ফাঁস
ঁ ফাঁদ ফাঁদে ফেলে যন্ত্রণা
শয়তানদের মন্ত্রণা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন