স্বরবৃত্ত ছন্দ মাত্রা :- ৪+৪/৪+২
অন্তরাতে বিষের বাঁশি
বাজে করুণ সুরে ;
হৃদয় হীনা পাষাণ প্রিয়া
ভুললে কেমন করে ?
নয়ন জলে বয়ে চলে
দুখের স্রোতে যায় বান ;
ভালোবেসে তোমায় আমি
লিখছি কবিতা গান।
ভালোবাসা হলো মিছে
গাল যে শুধুই গুচ্ছে ;
তোমার আমার প্রেমের কথা
হাজার লোকে শুনছে।
সুখে থাকা শান্তির দেখা
স্বপ্ন আশা মিছে ;
তোমার ছাড়া ভালো থাকা
ফাঁকি মোরে দিছে।
ভালোবেসে প্রেমের বিষে
সইবো কত জ্বালা ?
প্রেম অনলে অন্তর পুড়ে
হইলো কুচিৎ কালা।
মরণ কালে লাশের পাশে
কাঁদো যদি তুমি ;
আত্মার চিৎকার শুনবে না কেউ
কাঁপবে আসমান ভুমি।
তোমার কান্না শুনলে আমার
বাঁচার ইচ্ছা জাগবে ;
ফিরা সেদিন হবে না মোর
করব ঘরে রাখবে।
শেষ বিদায়ে কষ্ট হবে
মরার পরে খারা;
সুখ না পাবে মৃত আত্মা
তোমার কান্না ধারা।
মন্তব্য করতে ক্লিক করুন