কাবার পানে সিজদাহ্ দিলে
সালাত আদায় কি হয় ?
গুরু কাবার পানে সিজদাহ্ দিলে
সালাত আদায় কি হয় ?
মনে কাবায় ময়লা থাকলে
সে সালাতে কি সওয়াব রয়।
পাগলা শামীম জিজ্ঞাসে গুরু
সে সালাতে কি সওয়াব রয় ?
বল না আমায় গুরু দয়াময় ||
জুয়া খেলে ; সুধ-ঘুস খেয়ে
মসজিদ গিয়ে মাথা ঠুকে ;
সারাজীবন সালাত পড়ে
প্রভু আল্লাহ্ জপে মুখে।
সালাত আদায় কি হয় ?
পাগলা শামীম জিজ্ঞাসে গুরু
সে সালাতে কি সওয়াব রয়?
বল না আমায় গুরু দয়াময়||
ষড়রিপুই নিয়ন্ত্রণ হারায় ;
দৃষ্টি লালস দৃষ্টি পাতে
দিবস নিশি ভোগ বিলাস
আর কুকর্মের থেকে সাথে।
সালাত আদায় কি হয় ?
পাগলা শামীম জিজ্ঞাসে গুরু
সে সালাতে কি সওয়াব রয় ?
বল না আমায় গুরু দয়াময় ||
কাবার পানে সিজদাহ্ দিলে
সালাত আদায় কি হয় ?
গুরু কাবার পানে সিজদাহ্ দিলে
সালাত আদায় কি হয় ?
মনের কাবায় ময়লা থাকলে
সে সালাত কি সওয়াব রয়।
পাগলা শামীম জিজ্ঞাসে গুরু
সে সালাতে সওয়াব কি রয়
বল না আমায় গুরু দয়াময় ||
মন্তব্য করতে এখানে ক্লিক করুন